September 29, 2023

Durgapur: শিবের বাহন পাথরের ষাঁড় দুধ পান করছে! মন্দিরে বিপুল ভিড়

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ জুলাই ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে শিবের বাহন পাথরের ষাঁড় দুধ পান করছে। এমন খবর ছড়িয়ে পড়তেই মানুষজন ভিড় জমিয়েছেন মন্দিরে। দুর্গাপুরের ১ নম্বর ওয়ার্ডের কমলপুরের ঘোষপাড়ার শিব মন্দিরে এখন দলে দলে মহিলারা আসছেন এবং শিবের বাহনকে দুধ পান করাচ্ছেন।

বৃহস্পতিবার সকাল থেকে মন্দিরে চলছে পুজো অর্চনা।  আশপাশের এলাকা থেকে অনেকেই আসছেন এই দৃশ্য দেখতে। বুধবার প্রথম এক মহিলা দাবি করেন, তাঁর আনা দুধ পান করেছে শিবের বাহন নন্দী মহারাজ। সেই খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি।বিজ্ঞান মঞ্চ অবশ্য দাবি করেছে, এটা গুজব ও কুসংস্কারের ফল। সারফেস টেনশনের জন্য অথবা পাথরে থাকা ছোট ছিদ্র দুধ শুষে নেওয়ার মতো নানা কারণে এই ঘটনা ঘটতে পারে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।



Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: