Durgapur: বিশ্ব উষ্ণায়ন রোধে একজোট হয়ে মাঠে নামার ডাক

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ জুলাই ২০২৩: চাই নির্মল আকাশ, চাই দূষণমুক্ত দেশ, চাই আনন্দ উজ্জ্বল পরমায়ু। এই চাহিদাকে সামনে রেখে বিশ্ব উষ্ণায়ন (global warming) রোধে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের (Durgapur) শ্যামপুরে সচেতনতা কর্মসূচীর আয়োজন করা হয় শনিবার। দুর্গাপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন হলে দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কোঅর্ডিনেশন সোসাইটি এবং Switch ON Foundation এর যৌথ উদ্যোগে এই কর্মসূচী নেওয়া হয়।
স্থানীয় প্রায় ১৩০ জন এই কর্মসূচীতে যোগ দেন। উদ্বোধন করেন সমাজসেবী অঙ্কিতা চক্রবর্তী ও কবি ঘোষ। সভায় বক্তব্য রাখেন দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কোঅর্ডিনেশন সোসাইটির পক্ষে নির্মল নাথ, নির্মল কেশ, বর্ণালী নাথ, শম্পা কুন্ডু, কানু বর্মণ, পূর্ণিমা পালিত, DSVBDF এর সম্পাদক রাজেশ পালিত, পশ্চিম বর্ধমান জেলা সোসাল সার্ভিস সোসাইটির পক্ষে স্বস্তিকা ব্যানার্জি প্রমুখ।
ঠিক হয়, দ্রুত আরও ৩টি শিক্ষা প্রতিষ্ঠান নেপালিপাড়া হিন্দি হাই স্কুল, জেমুয়া ভাদুবালা হাই স্কুল এবং কমলপুর শান্তিনিকেতন পলিটেকনিক কলেজে সচেতনতা শিবির করা হবে। ১৪ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত মহকুমার বিভিন্ন প্রান্ত জুড়ে বৃক্ষ রোপণ করা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।