আসানসোলে ভর সন্ধ্যায় পর পর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি

দুর্গাপুর দর্পণ, আসানসোল, ৫ সেপ্টেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোল শহরের ২ নং মহিশীলা কলোনি খেজুরতলা দুর্গামন্দির সংলগ্ন এলাকায় পরপর দুটি বাড়িতে সোমবার সন্ধ্যায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক জন চিকিৎসক এবং এক জন ব্যাঙ্ক কর্মীর বাড়িতে চুরির ঘটনা ঘটে।
নগদ টাকা, সোনার গয়না সহ অন্যান্য সামগ্রী চুরি গিয়েছে বলে জানা গিয়েছে। তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুটি বাড়িতেই সন্ধ্যায় কেউ ছিলেন না। একটি বাড়ির ছাদের সিঁড়ির ঘরের অ্যাসবেস্টস এর চাল ভেঙে চোরেরা বাড়ির ভিতর ঢোকে। অন্য বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে চোরেরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।