You are currently viewing এক দিবসীয় জমজমাট কবাডি প্রতিযোগিতা হয়ে গেল বক্তারনগরে

এক দিবসীয় জমজমাট কবাডি প্রতিযোগিতা হয়ে গেল বক্তারনগরে

  • Post category:জেলা

দুর্গাপুর দর্পণ, রানিগঞ্জ, ২০ সেপ্টেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) রানিগঞ্জের বক্তারনগরে এক দিবসীয় কাবাডি প্রতিযোগিতার আয়োজন করেছিল বক্তারনগর কবাডি অ্যাসোসিয়েশন। বক্তারনগর ফুটবল ময়দানে অনুষ্ঠিত ইয়তিরানী রায় ও গীতারানী ব্যানার্জির স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার মোট ১২টি দল অংশ গ্রহণ করে।

ফাইনালে মুখোমুখি হয় পুরুলিয়া ও কাঁকসা। পুরুলিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কাঁকসা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবী তরুণ রায়, পাঞ্জাবী মোড় পুলিশ ফাঁড়ির আইসি মানব ঘোষ, সমাজসেবী নির্মল পাল প্রমুখ। প্রতিযোগিতার সেরা কাঁকসা দলের হাতে ইয়তিরানী রায় ট্রফি তুলে দেন তরুণ রায়। গীতারানী ব্যানার্জি রানার্স ট্রফি পুরুলিয়া দলের হাতে তুলে দেন আইসি মানব ঘোষ। বক্তারনগর কাবাডি অ্যাসোসিয়েশনের কর্মকর্তা তথা ইসিএলের কবাডি প্রশিক্ষক সুকুমার খাঁ এর পরিচালনায় প্রতিযোগিতাটি সম্পন্ন হয়।

আরও পড়ুন- দিন দুপুরে ব্যবসায়ীর ১ লক্ষ টাকার ব্যাগ ছিনতাই, গ্রেফতার ২

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply