October 3, 2023

চোর সন্দেহে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে খুন

দুর্গাপুর দর্পণ,উত্তর দিনাজপুর, ৩ আগস্ট ২০২৩: এক মাছ ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাতভর বেধড়ক পিটিয়ে খুন করল রায়গঞ্জের গৌরী পঞ্চায়েতের ইটাল গ্রামের একদল বাসিন্দা। ঘটনার খবর চাউর হতেই এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় সকালে। যা  নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার।

জানা গিয়েছে, নিহতের নাম রহিম আলি (৪২)। পেশায় মাছ ব্য়বসায়ী। বুধবার সন্ধ্যায় ইটাল গ্রামের কৃষিজমি থেকে জলসেচের এক পাম্পসেট চুরি হয়েছে, এমনটাই রটে। রহিমের বাড়ি সেখান থেকে অর্ধেক কিলোমিটার। সেই চুরি করেছে, এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের। যদিও পরে সেটি উদ্ধার হয়েছে।  তাকে  রাত বারোটার পর বাড়ি থেকে ডেকে ওই কৃষিজমিতে নিয়ে যায় স্থানীয় একদল গ্রামবাসীরা। লাঠি দিয়ে বেধরক মারধর করা হয়েছে বলে অভিযোগ। জল খেতে চাইলে ‘প্রস্রাব’ দেওয়া হয় বলে অভিযোগ নিহতের ভাই আজিজুল হকের। শেষে মৃত্যু হয় রহিমের। গোটা ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!