দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ৬ অক্টোবর ২০২৩: দুপুর ২টো নাগাদ বর্ধমান স্টেশনে জিআরপি’র উদ্যোগে অ্যান্টি সাবোটেজ চেকিং এবং প্ল্যাটফর্ম চেকিং চলছিল। সেই সময় জিআরপি থানার ওসি চিন্তা হরন সিংহ সূত্র মারফত জানতে পারেন, ছয়-সাত নম্বর প্লাটফর্মে আসানসোলের দিকে কোনও এক ব্যক্তির কাছে ৯টি ব্যাগে চোরাই কচ্ছপ রয়েছে।
দেখুন ভিডিও
ওসি তখনই সেখানে যান এবং নদিয়ার চাকদার আশিস হালদার বলে এক ব্যক্তিকে আটক করেন। তার কাছে থাকা ব্যাগগুলি থেকে উদ্ধার হয় মোট ১৪৬টি জ্যান্ত কচ্ছপ। তাকে গ্রেফতার করা হয়। বন্যপ্রাণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে জিআরপি থানায় মামলা রুজু করা হয়েছে। কচ্ছপগুলি তুলে দেওয়া হয়েছে বন দফতরের হাতে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।