September 29, 2023

ভাইয়ের মাথায় মুগুরের বাড়ি মেরে খুন করল দাদা

murder male

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৪ আগস্ট ২০২৩: ছাদের জল বাড়িতে পড়া নিয়ে বিবাদ। এর জেরে ছোট ভাইকে মুগুর দিয়ে মাথায় মেরে খুন করল দাদা। বুধবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ট্যাংরা কলোনি এলাকায়। মৃতের নাম বিষ্ণু মণ্ডল (৫৫)। বিষ্ণুর দাদা দ্বিজহর মণ্ডল সম্প্রতি নতুন ঘর নির্মাণ করেন।

অভিযোগ, সেই ছাদের জল বিষ্ণুর বাড়িতে পড়ে। বিষ্ণু প্রতিবাদ জানাতে গেলে তার মাথায় মুগুর দিয়ে দ্বিজহর আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় বিষ্ণু মণ্ডলকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয়রা অভিযুক্তকে ক্লাবে আটকে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: