বালেশ্বর থেকে ২০০ জনকে নিয়ে হাওড়া ফিরল বিশেষ ট্রেন

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩ জুন ২০২৩: ওড়িশার বালেশ্বরে (Balsore) শুক্রবার বিকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Accident)। দুর্ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এখন পর্যন্ত প্রায় ২৬১জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছেন প্রায় সাড়ে ছয়শো যাত্রী।
রেলের তরফে আরও জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে এখনও পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। সেখানে আটকে থাকা ২০০ যাত্রীকে নিয়ে শনিবার দুপুরে হাওড়া (Howrah) ফিরল বিশেষ ট্রেন। আরও হাজার যাত্রীকে নিয়ে হাওড়া ফিরছে এম বিশ্বেশ্বরায়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। #trainaccidentatbalasore