দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৬ আগস্ট ২০২৩: গঙ্গায় ভেসে এল ‘রাম’ লেখা পাথর। বিহারের (Bihar) পাটনা (Patna) শহরের রাজা ঘাটের ঘটনা। রাজা ঘাটের কাছে একটি মন্দিরের উঠোনে এই পাথরটিকে রেখে পুজো শুরু করেছেন স্থানীয়রা। কিভাবে এই ঘটনা ঘটে? ভূতাত্ত্বিকরা বলছেন, অনেক সময় পাথর পুরনো হয়ে গেলে গর্ত হয়ে যায়। এই পাথরের মধ্যে প্রচুর ছিদ্র থাকে। তার মধ্যে বায়ু থাকে। তাই ওজনে ভারী হলেও পাথরগুলি জলে ভাসতে থাকে। দেখুন সেই ভিডিও।
पटना सिटी के राजा घाट पर एक पत्थर मिला है. कहा जा रहा है गंगा में तैर रहा था. राम लिखा है. देखिए वीडियो pic.twitter.com/hhFSqFSLmy
— Ajeet Kumar (@iajeetkumar) August 25, 2023
WhatsApp Group
Join Now