শিবের মাথায় জল ঢালা আর হল না, অজয়ে তলিয়ে গেল ছাত্র

দুর্গাপুর দর্পণ, আসানসোল, ২৪ জুলাই ২০২৩: শিবের মাথায় জল ঢালা আর হল না। তার আগেই অজয়ে তলিয়ে গেল ছাত্র। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলের (Asansol) জামুড়িয়ায়। মৃতের নাম কাজু ঘোষ। বয়স ১৯ বছর। চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সিদ্ধপুর গ্রামে বাড়ি। বিএ প্রথম বর্ষের ছাত্র ছিল।
জানা গিয়েছে, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তাই নদীতে স্নান সেরে শিবের মাথায় জল ঢালার পরিকল্পনা ছিল। জামুরিয়ায় সিদ্ধপুর বাগডিহা ঘাটে অজয় নদে স্নান করতে নেমে তলিয়ে যায় কাজু। স্থানীয়রা মাছ ধরার জাল ফেলে তাকে উদ্ধার করে জামুরিয়ার বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#accident #Durgapur #ajay river #shiv temple