September 29, 2023

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের

দুর্গাপুর দর্পণ,হাওড়া, ৩ আগস্ট ২০২৩: হাওড়ার শিবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, মৃত কিশোরের নাম রাজকুমার রাম (১৫)। বাড়ি কয়লা ডিপো এলাকায়। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ রাজকুমার বাড়ির পাশে গঙ্গায় স্নান করতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে একটি খাটালের সামনে বড় টিনের টুকরো পড়ে থাকতে দেখে। সেই টিনের টুকরোটি মাথায় করে নিয়ে বাড়িত নিয়ে আসছিল। সেই সময় খাটালের পাশে একটি ঝুলন্ত বৈদ্যুতিক তারে টিনের একটি অংশ আটকে যায়। বিদ্যুৎপৃষ্ট হয়ে সে মাটিতে ছিটকে পড়ে।

স্থানীয় বাসিন্দারা বাঁশ দিয়ে মেরে বৈদ্যুতিক তারের সংস্পর্শ থেকে বিচ্ছিন্ন করে দেন। খবর পেয়ে আসে পুলিশ। হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: