ভয়াবহ দুর্ঘটনা, উল্টে গেল বেপরোয়া অ্যাম্বুল্যান্স, মৃত ৩, জখম আরও ৪

দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ১৪ জুলাই ২০২৩: অ্যাম্বুল্যান্সের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল অ্যাম্বুল্যান্স। দুর্ঘটনায় জখম ৭ জন। পরে ৩ জনের মৃত্যু হয়। শুক্রবার দুর্ঘটনাটি ঘটে বর্ধমান-সিউড়ি ২বি জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতারের নতুনগ্রাম এলাকায়। রামপুরহাট থেকে রেফার হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী নিয়ে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি।
সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইককে ধাক্কা মারে। এরপর এক সাইকেল আরোহী ও এক পথচারীকে ধাক্কা মারে। আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। অ্যাম্বুল্যান্সের ভিতর থেকে বের করা হয় যাত্রীদের। মোট ৭জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কা জনক ছিল।
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সাইকেল আরোহী যুবককে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তাপস ঘোষ (২৪)। বাড়ি নতুনগ্রাম এলাকায়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও মৃত্যু হয় অ্যাম্বুল্যান্সে থাকা রোগী অনন্ত লেট (৭০) এবং বাইক আরোহী আব্দুল রহিমের (৩০)। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুল্যান্স ও বাইক উদ্ধার করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।