Durgapur: মিনিবাসের সঙ্গে অটোর ভয়াবহ সংঘর্ষ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ মে ২০২৩: সোমবার সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে মিনিবাসের সঙ্গে অটোর ভয়াবহ সংঘর্ষ। সিটি সেন্টারের কবিগুরু এলাকায় ওই দুর্ঘটনায় জখম হন অটোচালক নিজাম শেখ। তাঁর বাড়ি সগড়ভাঙায়। মিনিবাসটি আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, জখম অটোচালককে প্রথমে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ -জোন রুটের একটি বাসের সঙ্গে তাঁর অটোর সংঘর্ষ হয়। অটোটি দুমড়ে মুচড়ে যায়। সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ জখম অটো চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।