ঘুষ দিয়ে সরকারি চাকরি পেতে গিয়ে প্রতারণার শিকার এক যুবক

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৫ সেপ্টেম্বর ২০২৩: ঘুষ দিয়ে সরকারি চাকরি পেতে গিয়ে প্রতারণার শিকার এক যুবক। অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে দুজনকে। তাদের সঙ্গে আর কারা রয়েছে তার খোঁজ করছে পুলিশ। জানা গিয়েছে, মুর্শিদাবাদের ঋত্বিক পাল ও বারাকপুরের সোহাগ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেকারদের খাদ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেজন্য তারা ৩ লক্ষ টাকা দাবি করে।
কলকাতার এক যুবক সরকারি চাকরির লোভে তাদের সঙ্গে যোগাযোগ করে ১০ হাজার টাকা দেয়। তাকে নিয়োগ পত্র দেওয়া হয়। তা নিয়ে কাজে যোগ দিতে গিয়ে জানতে পারে সেটি ভুয়ো। পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন তিনি। পুলিশ দুজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ২টি মোবাইল, ১ টি ল্যাপটপ ও কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি বাজেয়াপ্ত করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।