দম্পতির মারে চলন্ত ট্রেনের তলায় যুবক, ভয়াবহ ঘটনা মুম্বইয়ে

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৭ আগস্ট ২০২৩: প্লাটফর্মে ট্রেন ঢোকার সময় এক যুবকের সঙ্গে ধাক্কাধাক্কি থেকে বচসা শুরু হয় এক দম্পতির। অভিযোগ দম্পতির মারধরের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। প্লাটফর্মের সিসি ক্যামেরায় সেই ঘটনা রেকর্ড হয়ে যায়। দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাত সোওয়া ৯টা নাগাদ মুম্বইয়ের (Mumbai) সিওনে স্টেশনে ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তরুণী প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা যুবকটির গায়ে ছাতা দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। এর পর তার স্বামী এসে যুবকটিকে চড় মারতেই যুবকটি চলন্ত ট্রেন এবং প্লাটফর্মের মাঝে পড়ে যান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।