দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ মার্চ ২০২৪: সুদ কারবারির হাতে খুন তৃণমূল কর্মী! এমন অভিযোগে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে। জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে গোপালপুরের উত্তরপাড়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম পবিত্র বিশ্বাস (২৭)। বাড়ি গোপালপুর উত্তরপাড়ায়। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।
মঙ্গলবার রাত দেড়টা নাগাদ পবিত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এলাকার বাসিন্দা সুদের কারবারি হিসাবে পরিচিত শম্ভু দাস। এরপরেই কোনও কারণে তাকে খুন করা হয়। প্রাথমিকভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে খুন করা হয় বলে মনে করছে পুলিশ। ঘটনার পরেই গা ঢাকা দেয় অভিযুক্ত। কমিশনারেটের এসিপি (কাঁকসা) সুমন কুমার জয়সওয়াল জানান, কী কারণে খুন তদন্ত শুরু হয়েছে।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
আশঙ্কাজনক অবস্থায় রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে পবিত্রকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রাতেই উত্তেজিত জনতা শম্ভু বিশ্বাসের বাড়ি ভাঙচুর করে এবং একটি চারচাকা গাড়ি জ্বালিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পলাতক শম্ভু দাসের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।
মৃতের মামা সুনীল মন্ডল অভিযোগ করেন, মঙ্গলবার রাতে পবিত্র ফোন করে তাকে বাঁচানোর জন্য বলে। তাঁরা গিয়ে দেখেন, শম্ভু দাসের বাড়ির বাইরে পড়ে আছে পবিত্রের দেহ। তবে শম্ভু বিশ্বাসের বাড়ি এবং গাড়ি কারা জ্বালিয়েছে সেটা জানা নেই বলে দাবি করেন তিনি। করেছে কাঁকসা থানার পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।