দুর্গাপুর দর্পণ, ২৩ জুন ২০২৪: রবিবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের রামপ্রসাদপুরে প্রকাশ্য দিবালোকে নাবালিকার মুখে রুমাল চেপে জোর করে গাড়িতে তুলে অপহরণের ঘটনা ঘটেছে। ব্যাপক চাঞ্চল্য অন্ডালের রামপ্রসাদপুরে। স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার দুপুরে একটি মারুতি গাড়ি বেপরোয়া গতিতে এসে পাড়ায় থামে। তারপরেই জোর করে এক নাবালিকাকে গাড়িতে তুলে নিয়ে প্রচন্ড গতিতে বেরিয়ে যায়।
এই ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে শোরগোল পড়ে যায়। এলাকার এক শিক্ষক পার্থ ব্যানার্জি দাবি করেন, “আমার এক ছাত্রী বাইরে দাঁড়িয়ে ছিল। তখন সে দেখতে পায়, একটি মারুতি রামপ্রসাদপুরের ম্যারেজ হলের সামনে থামে। ওখানে একটি ১৪-১৫ বছরের মেয়ে দাঁড়িয়েছিল। ওই গাড়িতে থাকা কয়েকজন গাড়ি থেকে নেমে ওই নাবালিকার মুখে রুমাল চেপে গাড়িতে তোলে। তারপর ফের গাড়িটি উর্ধ্বশ্বাসে চলে যায়। যেটুকু জানতে পেরেছি, পুলিশ অন্ডাল মোড়ে সিসি ক্যামেরার ফুটেজে একটি তেমন গাড়ি দেখতে পেয়েছে।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দিন দুপুরে এমন ঘটনা নিয়ে জোর চর্চা চলছে স্থানীয়দের মধ্যে। কিভাবে পাড়ার মধ্যে এমন ঘটনা ঘটতে পারে তা ভেবে পাচ্ছেন না তাঁরা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপহরণ না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। অন্ডালের এসিপি পিন্টু সাহা বলেন, “একটি ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। মেয়েটির পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চলছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।