দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৫ সেপ্টেম্বর ২০২৩: গত ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে ‘দিল্লি চলো’র ডাক প্রথমে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিসহ একাধিক কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে রাজধানীর রাজপথে সরব হবে তৃণমূল। ২ অক্টোবর গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ রাজঘাটে প্রার্থনা এবং ৩ অক্টোবর ধর্নায় বসতে চলেছে বাংলার শাসকদল। নেতৃত্ব দেবার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
প্রসঙ্গত, শনিবার স্পেন এবং দুবাই সফর সেরে থেকে কলকাতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন সফরে গিয়ে পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার রাতে কলকাতায় ফিরেই তড়িঘড়ি রবিবার তিনি পায়ের চিকিৎসা করাতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসকেরা আপাতত ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। আগামী ৪ অক্টোবর পর্যন্ত তাঁর হাঁটাচলার উপরেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এমত অবস্থায় রাজঘাটে তৃণমূলের ধর্না আন্দোলনের নেতৃত্ব দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফলে সর্বভারতীয় ক্ষেত্রে তাঁর পরিচিতি এবং গুরুত্ব আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক মহল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে তৃণমূলের এই দিল্লি সফর ‘তাৎপর্যপূর্ণ’ হতে চলেছে।