দেশে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২১ আগস্ট ২০২৩: নির্ধারিত দিনেই দেশে ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার সন্ধ্যায় দমদম বিমান বন্দরে কালো গেঞ্জি, নীল জিন্স পরা অভিষেককে দেখা গেল। সঙ্গে তাঁর মেয়ে। নিউ ইয়র্ক থেকে চোখের চিকিত্সা করিয়ে ফিরলেন তিনি। সন্ধ্যা ৭টা নাগাদ ফ্লাই এমিরেটসের বিমানে দুবাই থেকে কলকাতা ফেরেন তিনি।