নবজোয়ারে গিয়ে এবার রক্তদান করলেন অভিষেক

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৪ জুন ২০২৩: নবজোয়ার কর্মসূচিতে গিয়ে বুধবার জয়নগরে রক্তদান শিবিরে রক্তদান করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বারুইপুরে কর্মসূচি শেষ করে সন্ধ্যায় অভিষেক জয়নগরে মিছিলে যোগ দেন। একটি রক্তদান শিবিরে গিয়ে রক্তদানের ইচ্ছা প্রকাশ করেন। চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে সম্মতি দেন। এরপরেই তিনি রক্তদান করেন। তাঁর এই ভূমিকায় খুব খুশি স্থানীয়রা।