পঞ্চায়েতে কবে কোন জেলায় অভিষেক যাচ্ছেন প্রচারে, জেনে নিন

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৫ জুন ২০২৩: পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election) প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আগামী ২৭ জুন অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে প্রচার শুরু করছেন। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সেদিন প্রথম সভা তিনি করবেন নদিয়ায়।
এরপর ৩০ জুন বীরভূমে, ১ জুলাই দক্ষিণ দিনাজপুর ও আলিপুরদুয়ারে, ২ জুলাই মালদহে, ৩ জুলাই পুরুলিয়ায় সভা করবেন তিনি। এছাড়া রোড শো, মিছিলেও হাঁটবেন তিনি। ৩ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee) সভা করার কথা পুরুলিয়ায়। সম্ভবত একই মঞ্চে সভা করবেন দু’জনে।