স্থগিত অভিষেকের নবজোয়ার যাত্রা, করমণ্ডল দুর্ঘটনার জের

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩ জুন ২০২৩: স্থগিত অভিষেকের নবজোয়ার যাত্রা। শনিবার যাত্রা স্থগিত রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। করমণ্ডল দুর্ঘটনার জেরেই এই সিদ্ধান্ত। শনিবার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকও এদিন তাঁর নবজোয়ার কর্মসূচি স্থগিত রাখলেন। পূর্ব মেদিনীপুরের পর এদিন অভিষেকের নবজোয়ার কর্মসূচি শুরু করার কথা ছিল গ্রামীণ হাওড়ার বাগনান, শ্যামপুরের মতো এলাকায়। #trainaccidentatbalasore