ভোটকেন্দ্রে দুর্ঘটনা! তড়িঘড়ি এল পুলিশ

দুর্গাপুর দর্পণ, নদীয়া, ১১ জুলাই ২০২৩: তুমুল উত্তেজনা কাটিয়ে শুরু হল ভোট গণনা(#PanchayatElection2023)। থিকথিক করছে পুলিশ। বাইরে সমর্থকদের বাঁধ ভাঙা ভিড়। ভোট শুরু আগেই ঘটলো দুর্ঘটনা। ভোট কেন্দ্রে এসে অসুস্থ হয়ে পড়লেন এক ভোট গণনা কর্মী। তিনি মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যান। নাম বিপ্রদাস পাল। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর (Nadia) এক নম্বর ব্লকের চৌধুরী পলিটেকনিক কলেজে। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।