You are currently viewing Durgapur : ডিএসপি-তে দুর্ঘটনা

Durgapur : ডিএসপি-তে দুর্ঘটনা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ অক্টোবর ২০২৩: মাথার উপরের প্ল্যাটফর্মের প্লেট ভেঙে উপরে পড়ার দরুণ বুধবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর স্টিল প্ল্যান্টে দু’জন ঠিকাশ্রমিক জখম হন। ২ নম্বর ব্লাস্ট ফার্নেসে দুর্ঘটনাটি ঘটে। তাঁদের উদ্ধার করে ডিএসপি মেন হাসপাতালে ভর্তি করা হয়।

বিকাল ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মাথায় চোট লাগে সুদেব মন্ডলের। কাঁধে, হাতে, পিঠে, কোমরে চোট লাগে জুলফিকার আহমেদের। সিটু নেতা সৌরভ দত্ত জানান, বহু প্ল্যাটফর্মের অবস্থাই বেহাল। অবিলম্বে ব্যবস্থা না নিলে আরও দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply