দুর্গাপুর: পুলিশের তাড়া খেয়ে গতি বাড়িয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ওভারলোডেড ইট বোঝাই ট্রাক্টর! বাইকের উপর উল্টে গেল সেই ট্রাক্টর। মৃত্যু হল বাইকে থাকা মহিলার। আহত শিশুসহ দুই। মৃত মহিলার নাম রনেত পারভিন (২৫)। প্রতিবাদে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেন। পুলিশের অস্থায়ী ক্যাম্পে ভাঙচুর চালানো হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুর থানার নিউ স্টিল পার্ক রোডে। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের অভিযোগ, নিউ স্টিল পার্কের শেখ সাবীর তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিশুকে ডাক্তার দেখিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন। নিউ স্টিল পার্কে যাওয়ার রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তখনই ওই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের উপর উল্টে যায়।
আশঙ্কাজনক অবস্থায় শেখ সাবীর এর স্ত্রীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সাবীর ও তাঁর সন্তান গুরুতর আহত। প্রত্যক্ষদর্শী শেখ রশিদের অভিযোগ, “এখানে দিনরাত তোলাবাজি চলে পুলিশের। আজও পুলিশ তাড়া করছিল ট্রাক্টরটিকে। সেই জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। পুলিশের এই তোলা আদায়ের জন্যই আজ মৃত্যুর মুখে পড়তে হল ওই মহিলাকে। এসব বন্ধ হোক।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।