দুর্গাপুর দর্পণ, ১০ মে ২০২৪: তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে দুর্গাপুরে প্রচারে এসেছিলেন অভিনেতা দেব। দুর্গাপুরের ইস্পাত নগরীর জে সি বোস এলাকা থেকে রঘুনাথপুর পর্যন্ত ছিল দেবের রোড শো। রোড শো ঘিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। এদিন দুর্গাপুরে এসে দিলীপ ঘোষকে এ কী বললেন দেব?
রোড শো এদিন কেউ ফুল দিয়ে কেউ চকলেট দিয়ে কেউ আবার মালা পরিয়ে দেবকে সংবর্ধনা দেন। দেবকেও এদিন সাধারণ মানুষের উদ্দেশ্য ফুল ছুঁড়ে দিতে দেখা গেছে। গোটা এলাকায় ছিল পুলিশের কড়া নজরদারি। অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী বলেন, “মানুষের চরম উচ্ছ্বাস দেখলাম। বৃহস্পতিবার বৃষ্টির জন্য তিনি আসতে পারেননি। তৃণমূল কর্মীরা হতাশাগ্রস্থ হয়েছিলেন। সেজন্যই শুক্রবার প্রচারে চলে এসেছি। শুধু ভক্তরাই নন তৃণমূল কর্মীরাও জেতার জন্য দিন রাত এক করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসে মানুষের বিশ্বাস বেড়েছে। মানুষের চরম উৎসাহই বলে দিচ্ছে তৃণমূল কংগ্রেসই আবার জিতছে।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
নাম না করে দিলীপ ঘোষ প্রসঙ্গে দেব বলেন, “রাজনীতিতে ভদ্রলোকের অভাব।” মানুষ ভদ্রলোককে চায়। তিনি আরও বলেন, “আমি বলছি না যে, রাজনীতিতে সবাই অভদ্র। একটু শিক্ষার দরকার। তবে দিলীপ দা দিলীপ দা, হিরন দা হিরন দা, দেব দেব।”(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।