দুর্গাপুর দর্পণ, আসানসোল, ৪ ফেব্রুয়ারি ২০২৩: জেলা (pachim bardhman) সবলা মেলা উদ্বোধন হল এদিন সন্ধ্যায়। মহিলাদের স্বনির্ভর করাই এই মেলার মূল লক্ষ্য। এই মেলায় মূলত স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা নিজের হাতে তৈরী জিনিস বৃহত্তর ক্ষেত্রে বিক্রির সুযোগ পান।
এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা,আইনমন্ত্রী মলয় ঘটক সহ আরও অনেকে। এ দিন জেলা সবলা মেলায় এসে সাংসদ শত্রুঘ্ন সিনহা ছোটোবেলার স্মৃতিতে ফিরে যান। স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের হাতে বোনা সোয়েটার দেখি তিনি বলেন, নামি দামি দেশ বিদেশের জ্যকেট তার কাছে থাকলেও মা বা বোনেদের হাতে বোনা সোয়েটার পরতে তিনি বেশি ভালোবাসতেন। মেলায় আসা স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের বানানো সোয়েটার তিনি কিনবেন বলে জানান এদিন। নিজের সাইজের সোয়েটার বানাতেও বলেন শত্রুঘ্ন সিনহা।
এদিন মেলায় নিজের বক্তব্যে কেন্দ্রীয় বাজেট নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন সাংসদ।