রাজ্যবাসীর সুবিচারের দাবি নিয়েও কিছু বলুন মুখ্যমন্ত্রী: ইশা
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: একজন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার কথা বলেছেন। কিন্তু রাজ্যবাসীর সুবিচারের দাবি নিয়েও তাঁর কিছু বলা উচিত। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারে একটি স্বর্ণ বিপনির অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন অভিনেত্রী ইশা সাহা। তিনি বলেন, “কলকাতায় এবার পুজোর সেই উৎসাহ নেই। চারিদিকে বিষাদের সুর। রাজ্যের সবাই আরজি করের ঘটনার জন্য সুবিচারের দাবিতে সোচ্চার।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
দুর্গেশগড়ের গুপ্তধন, কর্নসুবর্নের গুপ্তধন, কাছের মানুষ প্রভৃতি চলচ্চিত্রের অভিনেত্রী ইশা সাহা আরও বলেন, সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমার কিছু বলার নেই। কারণ সুপ্রিম কোর্টে এই ঘটনার আসল মামলার শুনানি হবে না। তা হবে লোয়ার কোর্টে। তাই আমার নজর আছে সেদিকেই। আরজি কর নিয়ে কি রাজনীতি চলছে? ঈষা বলেন, বাঙালির রক্তে রাজনীতি। সুতরাং সবকিছুতেই যে রাজনীতি মিশে যাবে এটাই স্বাভাবিক! (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।