দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ সেপ্টেম্বর ২০২৩: পানাগড়-দুবরাজপুর ১৪নং রাজ্য সড়ক। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সড়ক। কলকাতা, বর্ধমান হয়ে কোনও গাড়ি বীরভূমের দিকে যেতে গেলেও এই রাজ্য সড়ক ধরে যেতে হয়। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসা থানা এলাকায় এই সড়কেই রয়েছে কুনুর নদের উপর সেতু। দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং যানবাহনের ভারে সেতু দুর্বল হয়ে পড়েছে।
অথচ সেতুর উপর দিয়ে বিশাল বিশাল লরি, ট্রাক, ডাম্পার থেকে শুরু করে যাত্রীবাহী বাস, সবই চলে এই সেতু দিয়ে। দুর্বল সেতুতে বড় বড় ফাটল ধরেছে। মাঝে সেতু সংস্কারের কিছু কাজ হয়েছিল। কিন্তু কাজ পুরো হয়নি। ফের জোরকদমে সংস্কারের উদ্যোগ নিয়েছে পূর্ত দফতর। তাই আজ থেকে ৩০ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত এই সেতুর উপর যান চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।
আরও পড়ুন- এক ঘন্টার মধ্যে লোনের ৯৫ হাজার টাকা উধাও
এদিকে, সেতু সংস্কারের জন্য সেতুর পাশ দিয়ে যাওয়া জনস্বাস্থ্য কারিগরি দফতরের জলের পাইপ লাইন বিচ্ছিন্ন করায় তীব্র পানীয় জলের সংকট শুরু হয়েছে পিয়ারিগঞ্জ এলাকায়। পূর্ত দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। বিকল্প পানীয় জলের ব্যবস্থা করতে হবে বলে তাঁরা দাবি করেন। জনস্বাস্থ্য কারিগরি দফতরের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।