দুর্গাপুর দর্পণ, ২৬ জুন ২০২৪: বুধবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের বেআইনি দখলদারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর পুরসভার চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়। যদিও বিরোধীরা খুব একটা ভরসা পাচ্ছেন না এই আশ্বাসে। তর্জন গর্জনই সার না আদৌ কোনও কাজ হবে, প্রশ্ন বিরোধীদের।
বিরোধীদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ফুটপাথ দখলমুক্ত করা হচ্ছে। সরকারি জায়গায় অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে। অথচ দুর্গাপুরে জুড়ে শুরুই হয়নি উচ্ছেদ অভিযান। শুধু পুরসভা এলাকায় এডিডিএ হাতে গোনা কয়েকজনকে উচ্ছেদের নোটিশ ধরিয়েছে। দুর্গাপুর পুরসভা এলাকায় এডিডিএর কত জমি দখল হয়ে রয়েছে তা জানাতে পারেননি দুই সংস্থার কর্তারা।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বুধবার সকালে দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় ও প্রশাসক মন্ডলীর সদস্যদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত। তিনি বলেন,” ইতিমধ্যেই ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়কে নিয়ে একটি হোযাটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। কোথাও কোনও জমি দখলের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই কত জমি দখল হয়ে রয়েছে তাও দেখা হচ্ছে। বেশ কিছু জায়গায় উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। ফুটপাতের উপর যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে মানবিকতার দেখিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা অবৈধভাবে সরকারি জমির উপর নির্মাণ করে দখল করে আছে তাঁদের বিরুদ্ধে পুলিশ এবং পুরসভাকে নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “এডিডিএ-কে সমস্ত রকম ভাবে সাহায্য করবে পুরসভা। সরকারি জমি ফিরে পেতে মুখ্যমন্ত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে।” এদিকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “এই হেল্পলাইন নম্বরগুলিতে এত অভিযোগ জমা পড়বে, ‘দিদিকে বলো’র মতোই বিরক্ত হয়ে বন্ধ করে দেবে। উচ্ছেদ করে সরকারি জমি ফিরিয়ে আনা হোক, আমরাও চাইছি। ২৬ এর বিধানসভা ভোটের আগে মানুষের মন ভোলাতে নতুন নাটক শুরু হয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।