দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ সেপ্টেম্বর ২০২৩: সোমবার গভীর রাতে বিধ্বংসী আগুন লাগে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA) ভবনে। বেশ কয়েকটি ইঞ্জিন প্রায় ১০ ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে। ভিতরে বহু নথিপত্র পুড়ে যায়। প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। বুধবার অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন- দিন দুপুরে ব্যবসায়ীর ১ লক্ষ টাকার ব্যাগ ছিনতাই, গ্রেফতার ২
পর্ষদের সিইও আকাঙ্খা ভাস্কর জানিয়েছিলেন, বৃহস্পতিবার থেকে রুটিন অফিস চালু হয়ে যাবে। পুজোর আগে অফিস ঠিক আগের চেহারায় ফিরবে বলেও জানান তিনি। তবে সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভেবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বুধবার অস্থায়ী ক্যাম্প করে কাজকর্ম সচল রাখার ব্যবস্থা করেছে। সংস্থার আধিকারিকরা নজরদারি চালাচ্ছেন। সেখানেই হচ্ছে যাবতীয় কাজ। এডিডিএ’র এই উদ্যোগে খুশি সাধারণ মানুষও।
দেখুন ভিডিও
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।