বিধ্বংসী আগুনের পরে আবার কবে খুলবে এডিডিএ? কী জানালেন সিইও আকাঙ্খা ভাস্কর?

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ সেপ্টেম্বর ২০২৩: সোমবার গভীর রাতে বিধ্বংসী আগুন লাগে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA) ভবনে। বেশ কয়েকটি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে। ভিতরে বহু নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা। তবে আগুন নেভানোর কাজ পুরোপুরি শেষ হলে তবেই পরিস্কার হবে ঠিক কী কী নথিপত্র ভস্মীভূত হয়েছে।
দেখুন ভিডিও
আরও পড়ুন- আগুন নিভল না ৫ ঘন্টা পরেও
পর্ষদের সিইও আকাঙ্খা ভাস্কর জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে রুটিন অফিস চালু হয়ে যাবে। পুজোর আগে অফিস ঠিক আগের চেহারায় ফিরবে বলেও জানান তিনি। তিনি আরও জানান, দমকলের আধিকারিকেরা প্রাথমিকভাবে জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আগুন পুরোপুরি নেভার পরে দমকল থেকে কী রিপোর্ট আসবে সেটা খতিয়ে দেখে বাকিটা জানা যাবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।