আগামী লোকসভায় কি বহরমপুরে অধীর-অভিষেক মুখোমুখি লড়াই?

দুর্গাপুর দর্পণ, মুর্শিদাবাদ, ২৯ মে ২০২৩: তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেসের বায়রন বিশ্বাস। এর পরেই অভিষেকের উদ্দেশ্যে অধীর চৌধুরী বলেন, ওর দম থাকলে বহরমপুরে এসে দাঁড়াক। অভিষেক সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দল যদি চায় তিনি বহরমপুর থেকে লোকসভায় লড়বেন।
তিনি বলেন, আমি যখন রাজনীতিতে এসেছিলাম দক্ষিণ কলকাতা থেকে লড়ব এটা অনেকে অনুমান করেছিলেন। কিন্তু দল ডায়মন্ড হারবারে যেতে বলেছিল। আজ ডায়মন্ড হারবার তৃণমূলের গড়। অধীরকে কটাক্ষ করে তিনি বলেন, আমাদের দল হাই-কমান্ড ভিত্তিক নয়। আলোচনা করে ঠিক হয়। দল যদি বলে দার্জিলিং থেকে লড়তে তাই লড়ব। বহরমপুর থেকে বললে তাই লড়ব। যদি কখনো বলে ঘাটাল থেকে লড়তে তাই লড়ব।