September 28, 2023

আদিবাসীদের ডাকা বনধে পশ্চিম বর্ধমানে জেরবার জনজীবন

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ জুন ২০২৩: কুড়মিদের তফশিলি উপজাতির শংসাপত্র দেওয়া যাবে না। এই দাবি সহ অন্যান্য দাবিতে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বনধের ডাক দিয়েছে আদিবাসীদের যৌথ সংগঠন (Adivasi joint forum called strike in West Bengal)। এর জেরে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) বিভিন্ন জায়গায় প্রভাব পড়েছে। দুর্গাপুর শহরের একাধিক জায়গায় রাস্তা অবরোধ করেন আদিবাসীরা। রাস্তা অবরোধ করা হয় কাঁকসা, জামুড়িয়া সহ জেলার বিভিন্ন জায়গায়।

দুর্গাপুরের জব্বরপল্লিতে এদিন সকালে রাস্তা অবরোধ করেন আদিবাসীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। ওই রাস্তা দিয়ে দুর্গাপুর শহরের সঙ্গে দুর্গাপুর-ফরিদপুর ব্লক তথা উখড়া সহ নানা জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বাঁকুড়া মোড়ে রাস্তা অবরোধ করেন আদিবাসীরা। কাঁকসার মিনি বাজার এলাকায় পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়ক অবরোধ করা হয়। জামুড়িয়ার বোগড়া মোড়ে জাতীয় সড়ক অবরোধ করেন আদিবাসীরা।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: