দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ জুলাই ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার পানাগড় শিল্পতালুকে রয়েছে মদ কারখানা। এই কারখানা পাশেই রয়ে বিরাট জনবসতি। এই মদ কারখানার বিষাক্ত দুর্গন্ধে ছড়িয়ে যায় এলাকায়। ফলে শ্বাসকষ্ট, চর্মরোগে আক্রান্ত হচ্ছে গ্রামবাসীরা। অসুস্থ হচ্ছে শিশুরাও। প্রতিবাদেও ফল মেলেনি। আজ পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে চলছে বিরাট বিক্ষোভ। আজকের বিক্ষোভে প্ল্যাকার্ড হাতে সামিল স্কুল পড়ুয়া থেকে খুদেরাও। এবার প্রশ্ন, কেন পথে নামতে হচ্ছে শিশুদের? কী করছে প্রশাসন? কেন মিটছে না সমস্যা?
জানা গিয়েছে, কাঁকসার মনোজপল্লী, ডাকবাংলো, সুভাষপল্লী এলাকার বাসিন্দারা বিশেষ ভাবে সমস্যায় পড়ছেন। তারা একাধিকবার অভিযোগ জানিয়েছেন। গ্রামবাসীদের দাবি, শিশুরা মদ কারখানার বিষাক্ত দুর্গন্ধে মাথা ব্যাথা, বমির সমস্যায় ভুগছে। দুর্গন্ধে এতটাই প্রবল যে, স্কুলে গিয়ে মিড ডে মিল খেতে পারছে না। তাঁদের আরও দাবি বিডিও কে জানিয়েও ফল হয়নি। অসহায় হয়েই তাঁরা আজ রাজ্য সড়কে বিক্ষোভে নেমেছে।
পথে প্ল্যাকার্ড হাত রয়েছে স্কুল পড়ুয়া, ছোটো ছোটো বাচ্চারা। গ্রামের মহিলারা রাস্তায় বসেছেন। বৃদ্ধরাও বাদ যায় নি আজ। একাধিক গ্রামের সমস্ত বাসিন্দারা আজ রাস্তায় বিক্ষোভে সামিল। সকলের একাটাই দাবি, বন্ধ হোক মদ কারখানা। বেলা যত বাড়ছে পরিস্থিতি তত জটিল হচ্ছে। স্তব্ধ হয়ে পড়েছে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক। রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পরিস্থিতি সামাল দিতে, গোটা এলাকা ঘিরে ফেলেছে বিরাট পুলিশ বাহিনী। আছে মহিলা পুলিশও। পুলিশের আধিকারিক জানান, আমরা সমস্যার কথা জানি। কীভাবে সমস্যার সমাধান করা হবে তা নিয়ে দূষণ নিয়ন্ত্রক দপ্তরের সঙ্গে কথা বলা হবে। শেষ পর্যন্ত, প্রশাসনের লিখিত আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় এলাকার মানুষ। প্রশাসন জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ সাথে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। এলাকার মানুষও প্রশাসনের উপর আস্থা রেখে বিক্ষোভ তুলে নেয় এদিন। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।