৫ মাস পর রাজু ঝা খুনের মূল শুটার কুন্দন সিং গ্রেফতার

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩১ আগস্ট ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কয়লা ব্যবসায়ী তথা বেআইনি কয়লার কারবারে অভিযুক্ত রাজেশ ওরফে রাজু ঝা খুনের মূল শুটার কুন্দন সিং ধরা পড়েছে পুলিশের হাতে। গত ১ এপ্রিল রাত ৮টা নাগাদ শক্তিগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে খুন করা হয়েছিল রাজুকে।
একটি সাদা ফরচুনার গাড়িতে করে সেদিন তিনি সহযোগী ব্রতীন মুখোপাধ্যায় এবং আব্দুল লতিফ নামে বীরভূমের এক ব্যবসায়ীকে নিয়ে কলকাতা যাচ্ছিলেন। শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে দাঁড়িয়েছিল গাড়িটি। সেই সময় চালকের বাঁ পাশের আসনে বসেছিলেন রাজু। একাই ছিলেন গাড়িতে। বাকিরা নেমে গিয়েছিলেন।
আচমকা একটি গাড়ি থেকে তিন জন নেমে রাজুর গাড়িতে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তখন থেকেই পলাতক ছিল কুন্দন। শেষ পর্যন্ত রানাঘাটে সোনার শো-রুমে ডাকাতির ঘটনায় তাকে সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, কুন্দনের হাতেই খুন হয়েছিলেন রাজু। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।