দুর্গাপুর দর্পণ, ২৭ মে ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) অন্ডাল থানার কেন্দা এরিয়ার পি এল জামবাদের পরিত্যক্ত খোলা মুখ খনিতে শনিবার সকাল ৯টা নাগাদ গৃহবধূ উমা বাদ্যকর (২৫) ঝাঁপ দেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাড়ি বহুলা বাদ্যকর পাড়ায়। খবর পেয়ে পুলিশ আসে। দ্রুত দেহ উদ্ধারের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। অবিলম্বে খোলা মুখ খনি ভরাট করার দাবি জানান তারা।
শেষ পর্যন্ত প্রায় ৩২ ঘণ্টা পরে উদ্ধার হয় তাঁর দেহ। তাঁর স্বামী বাপ্পা জানান, সকাল সাড়ে আটটা নাগাদ তিনি কাজে যান। এক পড়শি তাঁকে জানান, তাঁর স্ত্রী সম্ভবত জলে ডুবে গিয়েছেন। পুলিশকে খবর দেওয়া হয়। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা জলে নেমে তল্লাশি শুরু করেন। শেষ পর্যন্ত রবিবার তাঁর দেহ উদ্ধার হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আসানসোল জেলা হাসপাতালে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।