রাতভর নিঁখোজ থাকার পরে অগ্নিদগ্ধ ক্ষতবিক্ষত তৃণমূল কর্মীর দেহ উদ্ধার

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৬ জুলাই ২০২৩: রাতভর নিঁখোজ থাকার পরে অগ্নিদগ্ধ ক্ষতবিক্ষত তৃণমূল (TMC) কর্মীর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) তপনের দ্বীপখণ্ডা এলাকায়। পঞ্চায়েত ভোটের (Panchayat Vote 2023) আগে এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে এলাকায়। অভিযোগের তির বিজেপির (BJP) দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এমনকি মৃত ব্যক্তি তৃণমূল কর্মী নন বলে দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম সমীর বর্মন (৩৪)। পেশায় হাতুড়ে চিকিৎসক ছিলেন। এলাকায় তিনি সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন বলেই দাবি পরিবারের। বুধবার রাতে বাড়ি থেকে বেরোন। কিন্ত রাতে বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে একটি পুকুরের ধার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মুখের একাংশ পোড়া। শরীরে ক্ষতচিহ্ন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।