দুর্গাপুর, ২২ এপ্রিল ২০২৪: সোমবার সকালে বর্ধমানে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলেন বলে অভিযোগ। সেখানে তিনি বলেন, “ওর চৌদ্দপুরুষ চোর। বাড়িতে সোনা পাওয়া যায়। সবাইকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠায়। ওর জন্য আজ মুখ্যমন্ত্রীকেও চোর স্লোগান শুনতে হচ্ছে।” দিলীপের এই মন্তব্যের পরেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
এদিন বিকালে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে সে প্রসঙ্গ উঠতেই দিলীপ ফের বলেন, “আবার বলব। তার গুষ্ঠীশুদ্ধ চোর। পরিবারের সবাই, পরিবারশুদ্ধ চোর। তার বাড়িতে সোনা পাওয়া যায়। তার বাড়িতে টাকা পাওয়া যায়। তার কুকুর, ছাগলের নাম পর্যন্ত পাওয়া যায় চুরিতে। চোরকে চোর বলেছি তো কী হয়েছে? বাপের ব্যাটা, আমিই বলতে পারি। আর কেউ পারে না।”
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
অভিষেক বন্দ্যোপাধ্যায় জঙ্গীদের টার্গেট, এমন অভিযোগ তুলে মুম্বই থেকে একজনকে ধরে এনেছে কলকাতা পুলিশ। সে প্রসঙ্গে দিলীপের কটাক্ষ, “কলকাতা পুলিশ নাটক শুরু করেছে। যাদের বাড়িতে জঙ্গী থাকে, যারা জঙ্গীদের নিয়ে রাজনীতি করে, যাদের পার্টিতে জঙ্গী থাকে, তাদেরকে জঙ্গীরা মারবে? সারা দেশের সন্ত্রাসবাসীরা, বাংলাদেশের সন্ত্রাসবাদীরা সব এই রাজ্যে আছে। তারা তৃণমূলকে মারবে? পাগল না কি! এত ভাল শেল্টার।”
তৃণমূল নেতৃত্ব দিলীপের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। তাঁদের বক্তব্য, দিলীপ ঘোষ এমন উল্টোপাল্টা বকার জন্যই বিখ্যাত। তাঁর কথার কোনও গুরুত্ব তাঁর দলেই আজকাল আর নেই। তাই মেদিনীপুর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এদিন দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে বুথ কর্মী সভায় যোগ দেন দিলীপ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।