
সনাতন গড়াই, দুর্গাপুর: জয়দেব কেন্দুলি মেলা শেষে অজয় নদ যেন নরককুন্ড! মকর সংক্রান্তির পুণ্য স্নান করতে এসেছিলেন লাখো মানুষ। কিন্তু তাঁরা ফিরে যাওয়ার পরে দেখা গেল, আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ নদীর দুই পাড়ের মানুষজন থেকে মৎসজীবী পরিবারের লোকজন। অসুস্থ হচ্ছে বহু গবাদি পশুও।
রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্যার্থীরা কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরের অজয়ের অস্থায়ী সেতু হয়ে কেন্দুলির মেলায় প্রবেশ করেছিলেন। মকরস্নানের জন্য কাঁকসার কৃষ্ণপুর এবং জয়দেবের অজয় নদের তীরে পঞ্চায়েতের উদ্যোগে করা হয়েছিল স্নানের ঘাট। লক্ষ লক্ষ পূণ্যার্থী তিন দিন ধরে সেই অজয়ের জলে পূণ্য স্নান করেছিলেন। তাঁদের অনেকের হাতে ছিল প্লাস্টিক প্যাকেট। সেই প্লাস্টিকে কেউ পুজোর সামগ্রী, কেউ খাবার, আবার কেউ সাময়িক অজয়ের তীরে সময় কাটানোর জন্য প্লাস্টিকের ফ্রেক্স এনেছিলেন। অধিকাংশ পূর্ণার্থী অজয়ের পাড়ে শৌচকর্মও সেরেছেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তিন দিন, তিন রাত ধরে অজয়ের তীরে বাউল গান ও কীর্তন শুনে যে যার গন্তব্যে ফিরে গিয়েছেন। কিন্তু এখন লক্ষ মানুষের ফেলে যাওয়া আবর্জনা বইছে শ্লথ গতির এই অজয়। প্লাস্টিক, প্লাস্টিক জাতীয় সামগ্রী ও আবর্জনা ভাসছে অজয় নদের জলে। তীব্র দূষণের জেরে অজয়ের জলে ঘন ফেনার আস্তরণও পড়েছে। অজয়ের বালির চরে যেদিকে চোখ যায় সেদিকেই শুধু প্লাস্টিক। এছাড়াও, অজয়ের বালির চরে মলের গন্ধে এখন টেকা দায়।
নবগ্রামের বাসিন্দা ও মৎস্যজীবী গোপীনাথ বাস্কি ক্ষোভের সঙ্গে বলেন, “ভয়াবহ দূষণে আক্রান্ত আমাদের অজয়। একে নদীর গতিপথ সংকীর্ণ হয়ে গেছে। তারপর লক্ষ লক্ষ মানুষের ব্যবহার করা প্লাস্টিক ও আবর্জনায় ঢেকে গিয়েছে নদী। পরিষ্কার না হলে জল আর ব্যবহার করাই যাবে না। অজয়ের অস্থায়ী সেতু হয়ে যাতায়াত করতে গেলে শুধুই দুর্গন্ধ। অজয়ের জলেও নামা যাচ্ছে না।” মানিক মুর্মুর অভিযোগ, “প্লাস্টিক ও নোংরা আবর্জনার জেরে গবাদি পশুও অসুস্থ হয়ে যাচ্ছে।” বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর জানান, “অজয়ের দুই পাড়ে মেলা। তিন দিন লাগাতার সচেতনতা চলেছে। আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা এবং শৌচালয় করা হয়েছিল শৌচকর্মের জন্য। তা সত্বেও এই পরিস্থিতি। আবর্জনা সাফ করতে দুই জেলা মিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )।
