দুর্গাপুর: তৃতীয় বর্ষের পানাগড় প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হল এজিডি বুমার। সোমবার ফাইনালে তারা মাই ইলেভেনকে পরাজিত করে। পানাগড় মিত্র সংঘের মাঠে আইপিএলের ধাঁচে তিন দিনের পানাগড় প্রিমিয়ার লিগের আয়োজন করা হয়। সোমবার ফাইনালে উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায়, জেলা আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটক, সমাজকর্মী প্রণব রায় প্রমুখ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সাংসদ শতাব্দী রায় বলেন, “এখন শৈশব প্রজন্ম মোবাইলে বন্দী। নতুন প্রজন্মকে মাঠমুখি করতে খেলাধুলার প্রতি জোর দিতে হবে। সরকার নানান উদ্যোগ নিচ্ছে। সমষ্টিগত ভাবেও সমস্ত এলাকার মানুষদের এগিয়ে আসতে হবে।” চ্যাম্পিয়ন ও রানার্স, দুই দলকে নগদ টাকা ও ট্রফি দেওয়া হয়। খেলা দেখার জন্য মাঠে উপচে পড়া ভিড় ছিল। পানাগড় প্রিমিয়ার লিগের সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় বলেন, “এলাকাবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এভাবেই আমরা প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।