![IMG-20240805-WA0039](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/08/IMG-20240805-WA0039.jpg?fit=848%2C478&ssl=1)
দুর্গাপুর দর্পণ, পাণ্ডবেশ্বর, ৫ আগস্ট ২০২৪: নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই জল জমছে এলাকায়। ইসিএল এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে, কোলিয়ারি বন্ধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পাণ্ডবেশ্বর বিধানসভার শঙ্করপুর কোলিয়ারির ঘটনা।
সম্প্রতি প্রবল বর্ষণে ভেসে যায় খনি অঞ্চল। ইসিএল এলাকায় নিকাশি ব্যবস্থা বেহাল। ফলে এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এমন অভিযোগ তুলে এদিন কোলিয়ারি বন্ধ করে বিক্ষোভে সামিল হল স্থানীয় বাসিন্দাদের একাংশ ও এলাকার খনি কর্মীরা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কোলিয়ারি কর্তৃপক্ষ এলাকায় নিকাশি ব্যবস্থার দিকে নজর দেননি। জমা হয়েছে জঞ্জাল। ফলে বর্ষণে জলমগ্ন হয়েছে খনি আবাসনগুলি । চরম সমস্যায় পড়েছেন কয়েকশো স্থানীয় বাসিন্দা। ঘটনার জেরে বন্ধ হয়ে যায় খনির কাজ। সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত চলে এই বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছায় বন বহাল ফাঁড়ির পুলিশ ও ইসিএল এর নিরাপত্তা রক্ষী, সিআইএসএফ। ঘটনাস্থলে আসেন ছোড়া পঞ্চায়েতের প্রধান রামচরিত পাশওয়ান।
তিনি বলেন, ইসিএলের কোলিয়ারির ম্যানেজার ও এজেন্ট এর সাথে কথা হয়েছে। এলাকার জমা জঞ্জাল ও নিকাশি নালা শীঘ্র সাফাই করার ব্যবস্থা করা হবে। কোলিয়ারির ম্যানেজার জানান, স্থানীয়দের সঙ্গে কথা হয়েছে। পাশাপাশি পঞ্চায়েত প্রধানের সঙ্গেও আলোচনা হয়েছে। শীঘ্র সমস্যার সমাধানের ব্যবস্থা করা হবে। ম্যানেজারের আশ্বাসে আড়াই ঘন্টা পর বিক্ষোভ ওঠে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।