দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ ফেব্রুয়ারি ২০২৪: পরিত্যক্ত আবাসন ফাঁকা করতে এসে স্থানীয়দের ক্ষোভের মুখে ডিভিসি ডিটিপিএস কর্তৃপক্ষ। বেশ কিছু আবাসনের জল ও বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়। দশ দিনের মধ্যে আবাসন ফাঁকা না করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে লাউস্পিকারে ঘোষণা করেন ডিভিসি কর্তৃপক্ষ।
এদিন রীতিমতো মাইকিং করে আবাসন ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ডিভিসি কর্তৃপক্ষকে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয়। তাঁদের দাবি, ১০ দিন নয়, আবাসন ফাঁকা করে দেওয়ার জন্য আর একটু সময় দেওয়া হোক। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ডিভিসি ডিটিপিএস টাউনশিপের এফ এস এলাকায়। ডিভিসি কর্তৃপক্ষের দাবি, অনেক আগেই আবাসন ছাড়ার নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু কেউ আবাসন ছাড়েননি। এরপর দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে?
বাসিন্দাদের দাবি, কেউ ২০ বছর বা তারও বেশী সময় ধরে বসবাস করছেন। তাঁদের অভিযোগ, পরীক্ষা চলছে অনেকের। এর মধ্যে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছেন ডিভিসি কর্তৃপক্ষ। জলের সংযোগও কেটে দেওয়া হয়েছে। এবার দশ দিনের মধ্যে সরে যেতে বলা হচ্ছে। সময়সীমা না বাড়ালে তাঁরা এখন থেকে যেতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন তাঁরা। ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, সময় বাড়ানো আর সম্ভব নয়। কারণ, আবাসনগুলো যে অবস্থায় রয়েছে যদি দুর্ঘটনা ঘটে ডিভিসি কোনও দায় নেবে না।
ডিটিপিপিএসের সিভিল ম্যানেজার অমিত কুমার মোদী জানান, প্রায় ৫০০ আবাসন দখল হয়ে রয়েছে। বাসিন্দারা ১০ দিন সময় দেওয়ার আবেদন জানিয়েছেন। ১০ দিন পর ফের আসবেন তাঁরা। তবে স্থানীয় বাসিন্দা চৈতালী অঙ্কুর জানান, তাদের কারোর বাবা, কারোর স্বামী ডিটিপিএসে চাকরি করতেন। অবসরের পরেও আবাসনে রয়ে গিয়েছেন। পুনর্বাসন না দিলে পথে বসতে হবে।