দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ১৯ জুলাই ২০২৪: রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায় পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের খান্দরা বিশ্বেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে। বৃহস্পতিবার অন্ডালের ময়রার বাসিন্দা বছর ১৩ এর কিশোরী, সপ্তম শ্রেণীর ছাত্রী সুস্মিতা বাউড়িকে বমি ও পায়খানার সমস্যা নিয়ে তাঁর বাবা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সুস্মিতার বাবা ধীরেন বাউরির দাবি, ডাক্তারবাবু তাঁর মেয়েকে চিকিৎসা করে ছেড়ে দেন। বলেন বাড়ি নিয়ে যেতে। কিন্তু সারারাত সুস্মিতা কষ্ট পায়।
শুক্রবার সকাল ১০ টা নাগাদ আবার তাকে খান্দরা বিশ্বেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তখন স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার সুস্মিতাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু তার আগেই সুস্মিতার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ ফেটে পড়েন পরিজনেরা।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
সুস্মিতাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে তাকে ভর্তি না করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয় কেন? সারারাত অসুস্থ থাকার পরে ফের সকালে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ কেন দেন ডাক্তারবাবু, এই প্রশ্ন তুলে এলাকার মানুষ ক্ষোভে স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দেহ ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।