দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ মার্চ ২০২৪: আবাস যোজনার কাজ, শৌচালয়, ভোটার কার্ড সহ অন্যান্য সরকারি করতেই চলে যাচ্ছে সময়।সদ্যোজাতদের আর মায়েদের পরিচর্যা করার সময়ই হচ্ছে না। অথচ, মায়েদের এবং সদ্যজাতদের কোনও অঘটন ঘটলে ক্ষোভের মুখেও পড়তে হচ্ছে তাদেরই। এছাড়াও অন্যান্য অভিযোগকে সামনে রেখে পরিষেবা বন্ধ রেখে শুক্রবার বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা। দুর্গাপুর ফরিদপুর বিডিও অফিসের সামনে এবং কাঁকসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
বিক্ষোভে শামিল হয়ে নন্দা ব্যানার্জি নামের এক আশা কর্মী অভিযোগ তোলেন, তাদের একসময় কথা দেওয়া হয়েছিল বাড়িতে বাড়িতে সমীক্ষা করার জন্য প্রত্যেক আশা কর্মীকে দেওয়া হবে স্মার্টফোন। সময়ে সময়ে দেওয়া হবে রিচার্জের খরচ। বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু সেই সব প্রতিশ্রুতি আজও মেলেনি। তাদের প্রধান কাজ গর্ভবতী মহিলা সদ্যোজাত সন্তান এবং মায়েদের পরিচর্যা করা। কিন্তু বর্তমানে বাড়িতে বাড়িতে শৌচালয়ের সমীক্ষা, আবাস যোজনার সমীক্ষা ভোটার কার্ড সহ একাধিক কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের সমীক্ষা, পরিশ্রুত পানীয় জলের সমীক্ষা করতে করতেই পার হচ্ছে সময়। আবার গর্ভবতী মহিলার সদ্যোজাত সন্তানদের এবং মায়েদের কোন অঘটন ঘটলেও তাদের চূড়ান্ত ক্ষোভের মুখে পড়তে হচ্ছে।
তাই তারা কর্ম বিরতির ডাক দিয়েছেন। দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটারও হুঁশিয়ারি দেন তাঁরা।দুর্গাপুর ফরিদপুর ব্লক এর বিডিও অর্ঘ্য মুখার্জি বলেন, প্রায় ১০০ আশা কর্মী তার অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু তাঁর কাছে কোনও দাবিপত্র জানানো হয়নি। সেজন্য তিনি তাদের দাবি সম্বন্ধে অবগত নন।