September 28, 2023

দুর্গাপুরে ফের পেট্রল পাম্পে ভেজাল পেট্রলের অভিযোগে বিক্ষোভ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ আগস্ট ২০২৩: ফের পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের একটি পেট্রল পাম্পে জল মেশানো পেট্রল দেওয়ার অভিযোগ উঠল। কিছুদিন আগে গান্ধী মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। এবার কবিগুরু এলাকার একটি পেট্রোল পাম্পে একই অভিযোগ তুলে কয়েকজন গ্রাহক শনিবার সকালে বিক্ষোভ দেখান। যদিও পাম্প কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছেন।

ওই গ্রাহকদের অভিযোগ, এই পাম্প থেকে তেল নিয়ে বেরোনোর পর গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। বহু চেষ্টা করেও গাড়ির ইঞ্জিন আর চালু হয়নি। গ্যারাজে নিয়ে গেলে জানা যায় তেলে জল মিশে আছে। যদিও পাম্প কর্তৃপক্ষ জানিয়েছেন, একজন গ্রাহক তাদের কাছে এই অভিযোগ নিয়ে এসেছিলেন। তাকে পরীক্ষা করিয়ে দেখানো হয়েছে তেলে জলের কোন চিহ্ন নেই। খবর পেয়ে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। যদিও ওই গ্রাহককে পেট্রলের দাম বাবদ ৩৩০ টাকা পাম্প কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ফেরত দিয়ে দেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: