দুর্গাপুর দর্পণ, কাঁকসা: কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে কারখানার ভেতর ঢুকে ব্যাপক ভাঙচুর করা হল। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার বাঁশকোপা শিল্প তালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায় বৃহস্পতিবারের পর শুক্রবারও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। সেই সময় কারখানায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। পুলিশ তাদের হঠাতে লাঠিচার্জ করে বলে অভিযোগ।
বিক্ষোভকারী প্রতিমা ঘোষ অভিযোগ করেন, “গোটা এলাকা দূষণে ঢাকছে। জমিতে চাষ হচ্ছে না। তবুও হেলদোল নেই প্রশাসনের। কাজ মিলছে না গ্রামের বেকার ছেলে মেয়েদের। তাই বাধ্য হয়ে আমরা প্রতিবাদ করছি।” এ বিষয়ে কারখানার জেনারেল ম্যানেজার অশোক কুমার সিংহ বলেন, “বৃহস্পতিবার কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ করেছিল এলাকার বেশ কিছু মানুষ। উৎপাদন বন্ধ হয়েছিল। চরম সমস্যার মুখে পড়তে হয়েছিল শ্রমিকদেরও। প্রশাসন কড়া ব্যবস্থা নিয়েছিলেন। ফের শুক্রবার বহু মানুষ আচমকা কারখানার ভেতর ঢুকে ভাঙচুর চালায়। আমাদের কর্মীদের হেনস্থা করে। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।”
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রায় পাঁচ ঘন্টা ধরে গ্রামবাসীদের আন্দোলনের জেরে উৎপাদন বন্ধ ছিল কারখানায়। পুলিশ ৫০ জন বিক্ষোভকারীকে আটক করে পরিস্থিতি সামাল দেয়। গ্রামবাসীদের অভিযোগ, কারখানা তৈরীর সময় স্থানীয়দের কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তা পূরণ করা হচ্ছে না। প্রশাসনও কোনও গুরুত্ব দিচ্ছে না। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।