দুর্গাপুর দর্পণ, আসানসোল, ১২ জুলাই ২০২৪: ধর্ম নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলছেন ফিরহাদ হাকিম । কিন্তু তা শোনার সময় নেই মুখ্যমন্ত্রীর । শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) আসানসোল থেকে তিনি একযোগে মুখ্যমন্ত্রী ও ফরিহাদ হাকিমের বিরুদ্ধে তোপ দাগেন ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এদিন আসানসোলের বিধায়ক কার্যালয় থেকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন মুম্বাইয়ে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে । সেখানে ফিরহাদ হাকিম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানাচ্ছেন, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম কী বলেছেন তা না কী তিনি শোনার সময় পাননি । এতই ব্যস্ত আপনি ? যে মন্তব্য নিয়ে রাজ্য জুড়ে ছি ছি রব পড়ল । সেই মন্তব্য শোনার একবারও সময় পেলেন না ! আপনার তুষ্টিকরণের রাজনীতি বাংলার মানুষ আরও একবার দেখল ।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।