দুর্গাপুর দর্পণ, ২৩ জুন ২০২৪: তৃণমূল নেতাদের নির্যাতনের ভয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা তরুণীর। তৃণমূল নেতাদের কঠোর শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ বিজেপি নেত্রী বিধায়ক অগ্নিমিত্রা পালের। পাল্টা এলাকা অশান্ত করার অভিযোগ তুলে অগ্নিমিত্রাকে গো ব্যাক স্লোগান তৃণমূলের। ব্যাপক উত্তেজনা পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ।
শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল সহ-সভাপতি সুকুমার বাউরি এবং শেখ বিল্লিকে গ্রেফতার করে নিউ টাউনশিপ থানার পুলিশ। নির্যাতনের ভয়ে আত্মঘাতী হওয়ার পথ বেছে নেওয়া ওই ওয়ার্ডের নবীন পল্লীর গৃহবধূ রিঙ্কু অঙ্কুরের পরিবার-পরিজনদের সঙ্গে নিয়ে বাকি অভিযুক্তদের গ্রেফতার এবং নিরাপত্তার দাবিতে নিউ টাউনশিপ থানা ঘেরাও করে রবিবার বিক্ষোভ দেখান অগ্নিমিত্রা পাল।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
যদিও রিঙ্কু অঙ্কুরের পরিবার শনিবার সন্ধ্যায় দুর্গাপুরে নিউ টাউনশিপ থানায় মোট ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। তাদের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি বাদল ভুঁড়ি, বিশ্ব বাউরিকেও গ্রেফতারের দাবি জানান অগ্নিমিত্রা পাল। থানা থেকে কিছুটা দূরে ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী-সমর্থকরা অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। শুরু হয় ব্যাপক উত্তেজনা।
বিধায়ক অগ্নিমিত্রা পালের অভিযোগ, “যে মহিলা নির্যাতনের ভয়ে আত্মহত্যার চেষ্টা করেছে তার পরিবার ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে। দুজন গ্রেফতার হয়েছে। আরও দুজনকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ। কিন্তু ওই গৃহবধুর পরিবার পরিজনেরা নিরাপত্তার অভাব বোধ করছে। ওই মহিলাও বলছে, ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব তাঁকে নানা ভাষায় হুমকি দিচ্ছে। এই ধরনের ঘটনা ঘটছে তবুও কোন ব্যবস্থা নিচ্ছেন না এলাকার প্রাক্তন পুরপিতা দেবব্রত সাঁই। এলাকায় মদের ঠেক চলছে, অপরাধ মূলক কাজ চলছে। প্রতিবাদ করছে ওই মহিলা। কেন সাহায্য করেননি দেবব্রতবাবু? উল্টে ওই গৃহবধূকে শাসিয়েছেন। বলেছেন নিউ টাউনশিপ থানা তোদের জন্য কিছু করবে না। আমরা পঞ্চাশ হাজার টাকা করে মাসে দিই। এসব কথা যদি প্রাক্তন কাউন্সিলর বলেন তাহলে খুবই দুঃখজনক।”
এ বিষয়ে ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাঁই পাল্টা বলেন, “আমাকে সার্টিফিকেট উনি দেবেন নাকি! এলাকার গরিব খেটে খাওয়া মানুষরা জানেন দেবব্রত সাঁই কী করেন। অগ্নিমিত্রা পাল যেভাবে ভারতবর্ষের কাছে বাংলার নামে অপমান করছেন বারংবার তার ফল কিছুদিন আগেই পেয়েছেন। মানুষ মুখের উপর জবাব দিয়েছে।” নবীনপল্লী এলাকার তৃণমূলের বুথ সভাপতি পরিমল হালদারের দাবি, “আত্মহত্যার নাম করে ওই মহিলা বিজেপি কর্মীদের দিয়ে ভুয়ো ভিডিও করে আমাদের কর্মীদের নামে বদনাম ছড়ানোর জন্য চেষ্টা করছে। আর অগ্নিমিত্রা পাল রাজনৈতিক রং দেওয়ার জন্য থানা ঘেরাও করেছে। দুর্গাপরের মত শান্তিপ্রিয় জায়গাকে অশান্ত করার চেষ্টা করছে ওরা। তাই আমরা গো ব্যাক স্লোগান দিই।” দুর্গাপুরের তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার বলেন, “ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। তাহলে উনি এখানে আসছেন কেন? ওঁর তো উত্তরপ্রদেশে যাওয়া উচিত। ওঁকে আমরা বলছি উত্তরপ্রদেশে যান। লোকজন না থাকলে আমরা দিয়ে দেব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।