September 29, 2023

এবার দুর্গাপুরে কম ভাড়ায় মিলবে শীততাপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ আগস্ট ২০২৩: এবার কম ভাড়ায় মিলবে শীততাপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে পুরসভার উদ্যোগে গড়ে উঠেছে বিধানচন্দ্র রায় অডিটোরিয়াম। খরচ হয়েছে প্রায় ৬২ লক্ষ ৭৭হাজার টাকা। আসন থাকছে ১৬৫টি। অডিটোরিয়ামের অন্দরের সজ্জ্বার দায়িত্বে ছিলেন বিখ্যাত শিল্পী সোমনাথ অধিকারী।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবসে মঙ্গলবার অডিয়োরিয়ামের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। ছিলেন পুরসভার প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায়, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ।

পুরসভার প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, সৃজনীর দুটি হলে ভাড়ার জন্য অনেকে অনুষ্ঠান করতে পারেন না। পুরসভার এই হলে শুধু শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থার খরচ উঠে গেলেই হবে। তাই ভাড়া খুব কম নেওয়া হবে যাতে শহরের সংস্কৃতিপ্রেমী মানুষেরা নিশ্চিন্তে অনুষ্ঠান করতে পারেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: